ফিচার

আগা খান স্থাপত্য পুরস্কার জিতলেন বাংলাদেশের দুজন স্থপতি

নরসুন্দা ডটকম   অক্টোবর ৪, ২০১৬
নরসুন্দা ডটকম ডেস্ক:
সুলতানি আমলের স্থাপত্যের আদলে তৈরি ঢাকার বায়তুর রউফ মসজিদ আর গাইবান্ধায় ফ্রেন্ডশিপ সেন্টার স্থাপনা নিয়ে এল বাংলাদেশের জন্য অনন্য সম্মান, আগা খান স্থাপত্য পুরস্কার।
ঢাকার বায়তুর রউফ মসজিদের স্থাপত্যের জন্য মেরিনা তাবাসসুম এবং গাইবান্ধায় ফ্রেন্ডশিপ সেন্টার স্থাপত্যের জন্য কাসেফ মাহবুব চৌধুরী। প্রথমবারের মতো এ পুরস্কার জিতলেন বাংলাদেশের এই দুই স্থপতি।
aga-khan-architecture-awards-winners-2016-china-bangladesh-denmark-iran-lebanon_dezeen_1704_col_4
(ঢাকার বায়তুর রউফ মসজিদ, স্থাপতি- মেরিনা তাবাসসুম)
আবুধাবিতে সোমবার স্থাপত্যের জন্য আগাখান পুরস্কার বিজয়ী দেশের নাম ঘোষণা করা হয়েছে। দেশগুলো হলো- বাংলাদেশ, চীন, ডেনমার্ক, ইরান, লেবানন। আবুধাবির আল-আইন এর আল জাহিলি ফোর্টে এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
aga-khan-architecture-awards-winners-2016-china-bangladesh-denmark-iran-lebanon_dezeen_1704_col_0
(গাইবান্ধা ফ্রেন্ডশিপ সেন্টার, স্থাপতি-কাসেফ মাহবুব চৌধুরী)
জানা গেছে,  চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য ১০ লাখ মার্কিন ডলার, যা ছয় বিজয়ীর মধ্যে ভাগ করে দেওয়া হবে।
উল্লেখ্য, স্থাপত্যের জন্য আগাখান পুরস্কার ১৯৭৭ সালে দেওয়া শুরু হয়েছিল। শ্রেষ্ঠ স্থাপত্যগুলো যা শুধু দর্শনীয় নয়, মানব জীবনের উন্নয়নে অবদান রাখে। এই প্রকল্প অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরা হয়।
নোট: নিউজে ব্যবহৃত ছবি গুলো একেডিএন সাইট থেকে নেয়া।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment