শত শব্দের গল্প সাহিত্য

শঙ্কা ।। করবী সকাল

নরসুন্দা ডটকম   এপ্রিল ২৬, ২০২০
শঙ্কা

এক’শ শব্দের গল্প 
শঙ্কা ।। করবী সকাল

ময়মনসিংহে ছেলেটার নিজস্ব বাসা। উপরে বাসা নিচে দোকান। আনন্দমোহন কলেজে অনার্স ভর্তির পর পড়াটা শেষ না করলেও টাকার অভাব নাই। আরেকটা ছেলে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, বয়সে তোর ছোট হলেও ছেলেপক্ষ রাজি। ছেলে দুটোই আমাদের স্বজাতি। এদের একজনের সাথেই তোর বিয়ে দিব। এই কথা বলে তুষারবাবু মেয়ের ঘর থেকে চলে যান।

দুই বছর হলো মাস্টার্স পাশ করেছে ত্বণী। বাংলাদেশ বিষয়াবলী বইটির লেখা যেন ত্বণীর চোখে ঝাপসা হয়ে গেলো। পরদিন রাতে ত্বণী খাচ্ছিলো বাবা তখন টিভি দেখছে।

টিভিতে নায়িকা- আমি একবারে তুমার কাছে চইলা আইছি।
নায়ক- এত রাতে তুমি কেন আইলা?
নায়িকা- বাপ মা তুমার লগে কোনোদিন আমার বিয়া দিবনা। চলো পলাইয়া যাই…। নায়ক-নায়িকার এমন কথোপকথন শুনে ত্বণীর বাবা তড়িঘড়ি করে রিমোট নিয়ে টিভি বন্ধ করলেন।

আরও পড়তে পারেন…

খিদে ।। রমেন্দ্র নাথ ভট্টাচার্য

লকডাউন ।। গাজী মহিবুর রহমান

করবী সকাল : লেখক,  ময়মনসিংহ।

About the author

নরসুন্দা ডটকম