বাংলাদেশ দলের দুই সেরা পারফরমার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দু’জন বন্ধুও বটে। প্রথম ওয়ানডেতে এই দু’জনের ব্যাটে এসেছিল ২০৭ রানের দুর্দান্ত এক জুটি।
দ্বিতীয় ওয়ানডেতেও একই চিত্র। দু’জনের ব্যাটে হয়তো প্রথম ম্যাচের মত এতবড় জুটি হয়নি। তবে যেটা হয়েছে সেটাও কম নয়। ৯৭ রানের অনবদ্য এক জুটি। এর মধ্যে হাফ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। তিনি ৫৪ রান করে আউট হয়ে যান।

তামিম ইকবাল
বন্ধু তামিম ইকবালের দেখানো পথে হাঁটলেন সাকিব আল হাসানও। তিনিও হাফ সেঞ্চুরি করলেন এবং হাফ সেঞ্চুরি করার পর যেন আউট হওয়ার জন্য তাড়াহুড়া করে দিলেন। ৭২ বলে ৫৬ রান করার পর অবশেষে তিনি উইকেট দিলেন অ্যাশলে নার্সের বলে কিমো পলের হাতে।
৭২ বলে ৫৬ রানের ইনিংসটি তিনি সাজান ৫টি বাউন্ডারিতে।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৪৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৩।