খেলাধুলা

এশিয়া কাপ : আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নরসুন্দা ডটকম   September 15, 2018

ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ আসর হিসেবে পরিচিত এশিয়া কাপের ১৪ তম আসর আজ শনিবার শুরু হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এই সিরিজ।

উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

আজ বিকেল ৫টা ৩০ মিনিটে গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস-১ এ শুরু হবে খেলাটি। এবার আরও ভালো কিছু উপহার দিতে প্রস্তুত গতবারের ফাইনালিস্ট মাশরাফি বাহিনী। গতবার একটুর জন্য ট্রফি হাতছাড়া হয়

আজকের ম্যাচের জন্য মানসিকভাবেও অনেকটাই চাঙা টাইগাররা। তবে ক্রিকেটবোদ্ধাদের নজর এখন বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর। টাইগারদের দুর্বলতা ভালোই জানা আছে তাঁর। সেই অনুযায়ী ম্যাচ নিয়ে প্লান করে রেখেছেন তিনি।

আজকের ম্যাচে স্কোয়াড শেষ পর্যন্ত কি হবে সেটিই এখন কোটি টাকার প্রশ্ন

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল/ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/ আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

অারো পড়ুন…

এশিয়া কাপ ক্রিকেট : জয় দিয়ে শুরু করতে মরিয়া বাংলাদেশ

আতহার আলী খান : এশিয়া কাপের ধারাভাষ্যে একমাত্র বাংলাদেশি

জয় দিয়ে শুরু করতে মরিয়া বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট টিম

About the author

নরসুন্দা ডটকম