দেশ-বিদেশ

অবশেষে সন্ধান মিললো আর্জেন্টিনার হারানো সাবমেরিনের!

নরসুন্দা ডটকম   November 18, 2018

অবশেষে নিখোঁজ হয়ে যাওয়া আর্জেন্টিনার সাবমেরিনের খোঁজ পাওয়া গেলো এক বছর পর ।

আর্জেন্টিনা নৌ বাহিনীর এই সাবমেরিনে ৪৪জন নাবিকও সাগরে বিলীন হয়ে গিয়েছিলেন ।

বিবৃতিতে জানায় হয় Valdes Peninsula ‘র ৪০০ মিটার পানির গভীরে সাবমেরিনটির সন্ধান মেলে শনিবার খুব ভোরের দিকে। যুক্তরাষ্ট্রের OCEAN INFINITY নামের একটি তল্লাশি জাহাজ সাবমেরিনটিকে শনাক্ত করতে সমর্থ হয় ।

নিখোঁজ নাবিকদের শোক-সন্তপ্ত পরিবার পরিজন সাবমেরিনটি নিখোঁজ হবার এক বর্ষ পূর্তি পালনের ঠিক দুদিন পর তাদের কাছে এই সংবাদটি পৌঁছানো হয় ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতবছর ৬০ মিটার দীর্ঘের সাবমেরিন জুয়ান নিখোঁজ হওয়ার দুসপ্তাহ পর এটিকে উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছিল আর্জেন্টিনা নৌবাহিনী।

এদিকে গত বৃহস্পতিবার সাবমেরিন হারিয়ে যাওয়ার বর্ষপূর্তিতে নাবিকদের স্মরণ করতে জড়ো হয়েছিল তাদের আত্মীয়রা।  ওইদিন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিচিও ম্যাক্রি প্রতিজ্ঞা করেছিলেন যে ওই সাবমেরিন খোঁজার কাজ চালিয়ে যাওয়া হবে।

আরো পড়ুন…

জাকারবার্গকে চেয়ারম্যান পদ থেকে সরে যেতে বলছেন ফেসবুকের বিনিয়োগকারীরা

সিগারেটের ধোঁয়াতেই ধূমায়িত থাকবে কফি হাউস!

About the author

নরসুন্দা ডটকম