কবিতা সাহিত্য

কবি প্রেমা চক্রবর্তীর ডায়েরির পাতায়ঃ আবেগ? নাকি অনুভূতি?

Md. Sohel Ahmed Khan   মার্চ ১৫, ২০১৮

আবেগ ? নাকি অনুভূতি?

প্রেমা চক্রবর্তী

———————————–

আমাদের চুপকথার অন্তরালে থেকে গেছে সে অভিমান।
চোখের কোণের অব্যক্ত কোন জলের ফোঁটায় তা লেখা থাকে।
হঠাৎ করেই যেন ম্লান হয়ে যায় সমস্ত পৃথিবীর সৌন্দর্য ,
আর বুকের খাঁজে অপার্থিব স্বপ্নের কোটরে

খুঁজতে থাকি হারানো আলাপের জীবাশ্ম।
মনের মাঝেই হাজারো প্রশ্নের সমাধান ,
প্রানপনে ভালোবাসা হাতড়ে

এক ফোঁটা স্বস্তির নিঃস্বাসকে আঁকড়ে থাকতে চাই।
কিন্তু এখন যে ভারী আমিত্ববোধের জোয়ার চলছে ,
সে জোয়ারে আশা, স্বপ্ন, ভালোবাসা সব ভেসেছে ।
নিরুত্তর চোখের দৃষ্টি এখন শূন্যের দিকে ভালোবাসা খোঁজে ।
আমাদের ভালোবাসা ?
সে তো, অভিমানের পাহাড় ভাঙে প্রতিটি আদর মাখা “পাগলী” ডাকে।
আমাদের আমিত্ব ?
সে তো একে অপরের সাথে মিশে যাওয়ার মাঝে হারিয়ে গেছে ।
আর আমরা ? অনুভূতির খড় কুটোয় একটা ঘর বেঁধেছি,
ভালোবাসার হাত ধরে এই ধুলোবালির সংসার।

About the author

Md. Sohel Ahmed Khan