নরসুন্দা ডটকম রিপোর্ট:
নারী শিশু নির্যাতন, বাল্য বিাবাহ, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে লড়বো মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ গড়বো এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার রাতে পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া আমতলী বাজারে দর্পণ সাংস্কৃতিক সংঘের উদ্যোগে নাটক কাজল রেখা মঞ্চায়িত হয়।
সংগঠনের সভাপতি জিয়াউল হক বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মো. শাহাব উদ্দিন, নারান্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান আকন্দ হামদু, মসুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাপস কুমার রায়।
বক্তারা সংগঠনের ১৭ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে সংঘের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন সরকারী কলেজের প্রভাষক মো. মাফুজুর রহমান মাফুজ, পাকুন্দিয়া উপজেলার ইউএসডব্লিও মো. নূরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মো. শামসুর রহমান শফিক, মো. ছিদ্দিক, সংঘের সহ-সভাপতি প্রভাষক একরাম হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক জুনায়েত আল হাসান মোবারক, সহ-সাধারণ সম্পাদক শিক্ষক সুমন খান।
আলোচনা শেষে সামসুল রচিত, শাজাহান খোকন ভুঁইয়া পরিচালিত নাটক কাজল রেখা অনুষ্ঠিত হয়।
নাটকটিতে অভিনয়ে ছিলেন সংঘের সদস্য ছাড়াও নরসিংদী থেকে আগত শিল্পীবৃন্দ।