।। নরসুন্দা ডটকম ।।
আর্জেন্টিনার ক্লাব ডার্বিতে গ্যালারি থেকে ছুড়ে ফেলা হল সমর্থককে।
গত শনিবারের ঘটনা। করদোবায় বেলগ্রানো স্টেডিয়ামে খেলা চলছিল বেলগ্রানো ও করদোবার মধ্যে। তখনই সমর্থকদের মধ্যে বচসা এতদূর গড়ায় যে গ্যালারি ফেলে দেওয়া হয় এক সমর্থককে।
দু’দিন হাসপাতালে লড়াই চালানোর পর সোমবার মৃত্যু হয় সেই ফ্যানের। ফুটবল মাঠে ফ্যানদের মধ্যে ঝামেলা এমন কিছু নতুন ঘটনা নয়। কিন্তু মৃত্যু সব সময়ই ভয়ঙ্কর তা আবার এ ভাবে!
২২ বছরের ইমানুয়েল বালবো গ্যালারি থেকে ১৭ ফুট নিচে পড়ে যান। তিনি বেলগ্রানোর সমর্থক।
স্টেডিয়ামে যাঁর সঙ্গে ইমানুয়েলের বিতর্ক হচ্ছিল। সেই বিতর্ক গড়ায় ২০১২ সালের একটি ঘটনায়। যেখানে বালবো সেই ব্যাক্তিকে অভিযুক্ত করে বলেন, ২০১২ সালে বালবোর দাদার দূর্ঘটনায় মৃত্যুর জন্যও দায়ী ছিলেন সেই ব্যাক্তি।
সেখান থেকেই বচসা বড় আকার নেয়। এর মধ্যেই সেই ব্যাক্তির সঙ্গে থাকা বাকিদের ক্ষোভের মুখে পড়ে যান বালবো। ভয়ে সিড়ি দিয়ে নেমে আসতে গিয়েছিলেন। কিন্তু ধাক্কায় উপর থেকে প়ড়ে যান।
সোমবার ক্লাবের পক্ষ থেকে বালবোর মৃত্যুর কথা ঘোষণা করা হয়।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘‘এর বিরুদ্ধে যথপোযুক্ত ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে ফুটবল মাঠে এমন ঘটনা আর না হয়।’’