।। নরসুন্দা ডটকম ।।
ইডেনে এবারের আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠাল গুজরাত লায়ন্স। এটা এবারের আইপিএল-এর ২৩ নম্বর ম্যাচ। জিতলেই ফের লিগ টেবলের শীর্ষে চলে যেতে পারে কেকেআর। দলে একটাই বদল হয়েছে। কলিন ডে গ্র্যান্ডহোমের বদলে দলে এসেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইপিএল খেলতে শ্রীলঙ্কা থেকেই গত ৭ এপ্রিল ভারতে চলে যান সাকিব আল হাসান। ওই দিনই হয়তো মাঠে নামার সুযোগ ছিল না। তবে পরেও কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর। টানা পাঁচ ম্যাচ উপেক্ষিত থাকার পর আজ ইডেন গার্ডেনে গুজরাট লায়নসের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এবারের আইপিএল-এ প্রথম ম্যাচে গুজরাতেরই মুখোমুখি হয়েছিল কেকেআর। রাজকোটে সেই ম্যাচে ১০ উইকেটে জয় পেয়েছিল গৌতম গম্ভীরের দল। এবার ঘরের মাঠেও জয়ই একমাত্র লক্ষ্য কেকেআর-এর। এই ম্যাচে একটি অনন্য ব্যক্তিগত নজির গড়ার লক্ষ্যে নামছেন গম্ভীর। কেকেআর অধিনায়ক টি-২০ ম্যাচে এখনও পর্যন্ত ৪৯টি অর্ধশতরান করেছেন। আজ অর্ধশতরান করতে পারলে টি-২০ ফর্ম্যাটে তাঁর ৫০টি অর্ধশতরান হয়ে যাবে।
কেকেআর দল- গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, ইউসুফ পঠান, শাকিব আল হাসান, সূর্যকুমার যাদব, ক্রিস উকস, সুনীল নারিন, নাথান কোল্টার-নাইল, কুলদীপ যাদব ও উমেশ যাদব।
গুজরাত লায়ন্স দল- ডোয়েন স্মিথ, ব্রেন্ডন ম্যাকালাম, সুরেশ রায়না, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাডেজা, জেমস ফকনার, ঈশান কিষাণ, প্রবীণ কুমার, বাসিল থাম্পি ও ধবল কুলকার্নি।