।। নরসুন্দা ডটকম ।।
বাংলাদেশের যে ক্রিকেটাররা জাতীয় দলে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের ম্যাচ ফি ও বেতন বাড়িয়েছে ক্রিকেট বোর্ড বিসিবি।
এর ফলে ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন প্রতি মাসে চার লক্ষ টাকা, যারা আগে পেতেন মাসে আড়াই লক্ষ টাকা। তাদের বার্ষিক বেতন হতে যাচ্ছে অন্তত ৪৮ লক্ষ টাকা।
‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন মাসে দু লক্ষ থেকে বাড়িয়ে তিন লক্ষ, ‘বি’ ক্যাটাগরির বেতন দেড় লক্ষ থেকে বাড়িয়ে দু’ লক্ষ, ‘সি’ ক্যাটাগরির বেতন এক লক্ষ থেকে বাড়িয়ে দেড় লক্ষ এবং ডি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৭৫ হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ করা হয়েছে।
প্রতিটি টেস্ট খেলার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি দু’ লক্ষ থেকে বাড়িয়ে সাড়ে তিন লক্ষ টাকা করা হয়েছে।
এদিকে ২০১৩ সালের পর ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়েনি। এবার ম্যাচ ফি টেস্ট প্রতি ২ লাখ থেকে বেড়ে হয়েছে সাড়ে ৩ লাখ টাকা, ওয়ানডেতে ১ লাখ থেকে ২ লাখ ও টি-টোয়েন্টিতে ৭৫ হাজার থেকে বেড়ে হচ্ছে ১ লাখ ২৫ হাজার টাকা।
এছাড়াও মাসিক বেতনের সঙ্গে দায়িত্ব ভাতা হিসেবে অধিনায়ক ২০ এবং সহ-অধিনায়ক ১০ হাজার করে টাকা পাবেন বলে জানা গেছে।