সন্তানকে স্কুলে পাঠানোর সময়েই হাতে তুলে দিচ্ছেন মোবাইল। এমনকী ট্যাবও। সারা পৃথিবী জুড়ে অভিজাত বাব-মায়েরা এমনটাই করে থাকেন। এর ফলে অনেকাংশেই হারিয়ে যাচ্ছে ছোটদের জীবনের স্বাভাবিকতা।
অথচ প্রযুক্তির জনক বিল গেটস কিন্তু ও পথে হাঁটেননি। তিনি তাঁর সন্তানদের হাতে ১৪ বছর বয়স পর্যন্ত কোনও মোবাইল ফোন তুলে দেননি।
সিলিকন ভ্যালির অভিজাত শ্রেণির মধ্যে প্রযুক্তির ব্যবহার নিয়ে সচেতনতা গড়ে তোলার বার্তা দিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও গেটস ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
বিল-মেলিন্ডার তিন সন্তান। জেনিফার (২০), রোরি (১৭) ও ফেবে (১৪)।
সম্প্রতি একটি ব্রিটিশ ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাত্কারে বিল বলেন, ‘‘আমরা বাড়িতে প্রতি দিন একটা নির্দিষ্ট সময়ের পর আর স্ক্রিনের দিকে তাকাই না। এতে ছেলেমেয়েরা নির্দিষ্ট সময় ধরেই ঘুমোয়। খাওয়ার টেবিলে যখন একসঙ্গে বসে খাই তখনও আমরা ফোন সঙ্গে রাখি না। মেলিন্ডা (বিলের স্ত্রী) ও আমি ছেলেমেয়েদের ১৪ বছর বয়স হওয়ার আগে তাদের হাতে ফোন তুলে দিইনি। অন্য বাচ্চাদের হাতে ফোন দেখে ওরা প্রায়ই বায়না করতো। কিন্তু, আমরা অবিচল ছিলাম।’’