ফিচার

গ্রো ফাউন্ডেশন উদ্যোগ: দিরাই, শাল্লায় ২৬০০ শিশুর মাঝে জামা বিতরণ

নরসুন্দা ডটকম   সেপ্টেম্বর ২৪, ২০১৭

প্রয়াত সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার ছেলে গ্রো ফাউন্ডেশনের চেয়ারম্যান সৌমেন সেন এর পক্ষে আসন্ন দূর্গা পূজা উপলক্ষ্যে হতদরিদ্র ২ হাজার ৬শ শিশু শিক্ষার্থীর মাঝে নতুন জামা বিতরণ করা হয়।

এরমধ্যে দিরাই উপজেলার ৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ৩শ শিক্ষার্থীর মাঝে দূর্গা পূজার  নতুন জামা বিতরন করা হয়।

শুক্রবার সকাল ১১ টায় দিরাই উপজেলা গণমিলনায়তনে জামা বিতরণ অনুষ্টানে গ্রো ফাউন্ডেশনের সদস্য উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায় সভাপতিত্ব করেন।

শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর পরিচালনায় বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল হালিম।

জামা বিতরণ করছেন গ্রো ফউন্ডেশনের পরিচালক পংকজ দেব। ছবি: নরসুন্দা ডটকম

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সালিক মিয়া, উপজেলা যুবলীগ নেতা মোহন চৌধুরী, পৌর যুবলীগের সাধারন সম্পাদক জুয়েল মিয়া,আনাস মিয়া, সুজিত চক্রবর্তী, দিলীপ দাসসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন ।

এদিকে গতকাল শনিবার শাল্লা উপজেলার ৫৯ টি বিদ্যালয়ের হত দরিদ্র ১৩শ শিক্ষার্থীদের পূজার নতুন জামা বিতরন করবে গ্রো ফাউন্ডেশন।

এ অয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, আবুল লেইছ চৌধুরী, রন্জন রায়, মোহন চৌধুরী, সুজিত চক্রবর্তী, মোস্তাজিবুল হক আনাস প্রমুখ।

গ্রো ফাউন্ডেশনের পরিচালক পংকজ দেব এ প্রতিবেদককে বলেন, আমরা আগেও এ ধরণের কাজ করেছি। আগামীতেও করবো। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।

About the author

নরসুন্দা ডটকম