সোশ্যাল মিডিয়া

আমরা কি আসলেই মানসিকভাবে প্রস্তুত?

নরসুন্দা ডটকম   অক্টোবর ৩, ২০১৭

।। শাওন মাহমুদ ।।

বাংলাদেশ কি ‘মিস ওয়ার্ল্ড’ নামক একটি আন্তর্জাতিক কর্পোরেট প্রতিযোগীতায় নাম লেখানোর জন্য মানসিকভাবে প্রস্তুত?

যে দেশে এখনও ধর্ষণের কারণকে নারীদের পোষাককে অভিযুক্ত করা হয়। যে দেশের অষ্টম শ্রেণীর সমাজ বইয়ে কারো নজরে না আসে তাই অন্যের সামনে যাওয়ার আগে পর্দা করতে জ্ঞান দেওয়া হয়। যে দেশে কারো ঘর ভাঙলে সব দোষ নারীকে দেওয়া হয়। যে দেশে লাল টিপ কপালে দেখলে বাশের কেল্লায় ছবি দিয়ে শহীদ কন্যাকে নাজেহাল করা হয়।

শাওন মাহমুদ এর ফেসবুক স্ট্যটাস থেকে

যে দেশে নারী খেলোয়াররা বিনা চিকিৎসায় মারা যায়। যে দেশে এভ্রিলের মতন নারীরা অন্য নারীদের সম্মানের কথা না ভেবে মিথ্যার আশ্রয় নেয়। যে দেশে কর্পোরেট বৃত্তবন্দী কিছু নারী স্বার্থসিদ্ধির জন্য নিজেদের আত্মসম্মানের জলাঞ্জলী দেয়। যে দেশে একজন নারী আরেক নারীকে ছোট করে কথা বলতে একবারও দ্বিধা করে না। যে দেশে মিথ্যার সিড়ি বেয়ে চলা নারীরা সমাজে এগিয়ে থাকে। যে দেশে সিন্ডিকেটে থাকা নারীরাই শুধু সকল সফলতা পেয়ে থাকে।

আরো উদাহরণের প্রয়োজন আছে বলে মনে করি না।আমরা কি আসলেই মানসিকভাবে প্রস্তুত?

 

About the author

নরসুন্দা ডটকম