খেলাধুলা

পাঁচ হাজারি ক্লাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

নরসুন্দা ডটকম   অক্টোবর ১৫, ২০১৭

কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামার আগে পাঁচ হাজার রান থেকে মাত্র ১৭ রান দুরে ছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার

ইনিংসের ২০তম ওভারে দুয়ান প্রিটোরিয়াসের চতুর্থ বলটিকে থার্ডম্যানে ঠেলে দিয়েই নিলেন একটি রান। সঙ্গে সঙ্গেই তিনি সাকিব পৌঁছে গেলেন ব্যক্তিগত ১৭ রানে। একই সঙ্গে পৌঁছে গেলেন পাঁচ হাজারি ক্লাবে।

ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে (১৭৮) ৫ হাজার রান ও ২০০ উইকেটের রেকর্ড গড়ে সাকিব পেছনে ফেলেছেন জ্যাক ক্যালিস-সনাৎ জয়াসুরিয়াদের মতো কিংবদন্তিদের।

বিশ্বসেরা অলরাউন্ডার ওয়ানডেতে ২০০ উইকেট পেয়েছেন অনেক আগেই, প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজে। কিন্তু ৫ হাজার রান করতে অপেক্ষা করতে হলো দুই বছর।

এই রেকর্ডে যিনি এত দিন ছিলেন শীর্ষে, সেই ক্যালিস ১৪২ ম্যাচে ৫ হাজার রান করলেও ২০০ উইকেট পেতে লাগে ২২১ ম্যাচ। তিনে থাকা জয়াসুরিয়ার ৫ হাজার রান করতে ১৯১ ম্যাচ লাগলেও ২০০ উইকেট পেয়েছেন ২৩৫ ম্যাচে।

 

About the author

নরসুন্দা ডটকম