শিল্প- সংস্কৃতি

কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে সেলফির উপর নিষেধাজ্ঞা জারি

Md. Sohel Ahmed Khan   March 24, 2018

বিনোদন ডেস্কঃ সেলফি তোলার সুযোগ থাকছে না বিশ্বখ্যাত কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে কান ফিল্ম ফেস্টিভালের ডিরেক্টর থেইরি ফারম্যাক্স বলেছেন, রেড কার্পেটে সেলফি তোলার জন্য অযথা সমস্যা আর ভিড়ের সৃষ্টি হয়। তাছাড়া রেড কার্পেটে এমন ঘটনা হাস্যকর অদ্ভুত বলে মন্তব্য করেছেন তিনি।থেইরি ফারম্যাক্স আরও বলেছেন, রেড কার্পেটে সেলফির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা শুধু সাধারণ মানুষের জন্য নাকি কাস্ট ক্রুয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, তা স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফারম্যাক্স বলেছেন, শুধুমাত্র এই সেলফি তোলার কারণেই অনুষ্ঠান অনেক ক্ষেত্রে ব্যাহত হয়। তাই এবার সেলফি তোলাই বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কান ফিল্ম ফেস্টিভালে সাধারণ মানুষ খুব বেশি সেলফি নেন না। হলিউড স্টাররাই সেখানে সেলফি নিতে ব্যস্ত থাকেন। অনেক সময়ই তাদের একে অপরের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। অনেকসময় ফ্যানেদের সঙ্গেও সেলফি তোলেন তারা। তার থেকেও বেশি ব্যস্ত থাকেন ফটোগ্রাফারদের সামনে পোজ দিতে। সেই কারণে প্রায়ই ভিড় জমে যায় রেড কার্পেটে।

About the author

Md. Sohel Ahmed Khan