জীবনানন্দ দাশের মতো হচ্ছে অনেক লেখকের জীবন! যেমন, মোমেন বাগে নিজের বিশাল প্রাসাদতুল্য বিল্ডিং থাকা পরেও তুচ্ছতাচ্ছিল্যে শওকত ওসমানের শেষ জীবনে তাঁর জায়গা হয়েছিল বাড়ির আংগিনায় দারোয়ান-ড্রাইভারদের পাশে, অনেকটা টিনশেটে। একই করুন পরিণতি হয়েছিল আরেক লেখক শওকতের অর্থাৎ শওকত আলীর! হাটখোলায় নিজের চার তলা বাসাবাড়ি থাকা সত্ত্বেও তাঁকে বাধ্যতামূলক ভাবে থাকতে হয়েছে, বাসার সামনে গ্যারেজের মতো ঘরে। ক্ষুধায় কষ্ট পেয়েছেন, ব্যথায় কাৎরাতেন।
প্রিয় লেখকদের জন্য সতর্কীকরণ!
নরসুন্দা ডটকম এপ্রিল ৮, ২০১৮