তাসকিন, তামিম, নাসিরের পর ইনজুরির তালিকা দীর্ঘ করলেন মুশফিকুর রহিম।
সিরাজগঞ্জে বন্ধুর বিয়েতে গিয়ে ফুটবল খেলে বড় ধরনের চোটের কবলে পড়েছেন নাসির হোসেন। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় কমপক্ষে ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই অলরাউন্ডার। এবার টাইগারদের জন্য দুঃসংবাদ হয়ে এলো আরেকটি খবর।
অ্যাঙ্কেলের চোটে মাঠের বাইরে ছিটকে পড়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমও।ফুটবল খেলতে গিয়ে মুশফিকও পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
বগুড়ার শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের শেষ দিন চোট পান মুশফিক। তবে, সেটা মাঠে নয়, অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে। নর্থ জোনের সতীর্থ নাজমুল হোসেন শান্তর সঙ্গে ফুটবল খেলতে গিয়ে মুশফিক গোড়ালিতে চোট পান।
মুশফিক গোড়ালিতে চোট পেয়েছে চারদিন হলো। সে এখন বিশ্রামে। প্রতি সপ্তাহে আমরা ওর অবস্থা মূল্যায়ন করবো। তার ইনজুরি সেরে উঠতে সময় লাগবে। তবে, সেরে উঠতে ঠিক কতোদিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না।’
বগুড়ায় হোম ভেন্যুতে বিসিএলের চতুর্থ রাউন্ডে ব্যাট হাতে মুশফিক নর্থ জোনের হয়ে সেঞ্চুরি করেছিলেন। আগামীকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের ম্যাচে নর্থ জোন মোকাবেলা করবে ইস্ট জোনকে। বিসিএলের শেষ দুই রাউন্ডে হয়তো মুশফিককে পাচ্ছে না তার দল নর্থ জোন।
সম্প্রতি সিরাজগঞ্জে বন্ধুর বিয়েতে গিয়ে ফুটবল খেলে ইনজুরি নিয়ে ফিরেছেন নাসির হোসেন। জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা এই অলরাউন্ডারের ইনজুরির পর ক্রিকেটারদের ফুটবল খেলা নিয়ে সমালোচনা ঝড় উঠে। এবার মুশফিকের ইনজুরি সেই ঝড়কে আরও এক ধাপ উসকে দিল।