১০টি পদে ১০৭ জনকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা :
১) সহকারী যান্ত্রিক প্রকৌশলী, ছয়জন
২) সহকারী প্রকৌশলী, চারজন
৩) উপ-সহকারী প্রকৌশলী(মেরিন/যান্ত্রিক/তৎসম), ছয়জন
৪) উপ-সহকারী প্রকৌশলী (পুর), চারজন
৫) কারিগরি সহকারী (মেকানিক্যাল), ১২ জন
৬) কারিগরি সহকারী, নয়জন
৭) ডিজেল মেকানিক/তৎসম, সাতজন
৮) ইলেক্ট্রিশিয়ান (জাহাজ) সাতজন
৯) ওয়েল্ডার, ছয়জন
১০) গ্রীজার, ৪৬ জন
আবেদনপত্র সংগ্রহ: বিআইডব্লিউটিএ’র ওয়েবসাইট www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল ২০১৮
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…