সোশ্যাল মিডিয়া

কবি শামসুর রাহমান স্মরণে

নরসুন্দা ডটকম   October 24, 2018

তুষার গায়েন>>

ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং ৭১-এর সশস্ত্র মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে, অসাম্প্রদায়িক বাঙালি জাতিসত্তার স্বপ্ন নিয়ে বাংলাদেশ নামের যে নতুন স্বাধীন দেশের জন্ম হয়েছিল, সেই দেশের প্রতিটি ঐতিহাসিক বাঁক-কে কবিতার বাকস্ফূর্তিতে ধারণ ক’রে যে কবি অগ্রসরমান জনমানসকে আধুনিক বোধ এবং মননে ক্রমাগত সমৃদ্ধ করেছিলেন, তিনি কবি শামসুর রাহমান, আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ

জীবদ্দশাতেই তিনি পেয়েছিলেন তাঁর প্রাপ্য সম্মান এবং বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে সগৌরবে বিরাজ করেছেন আমৃত্যুকাল।

বেশ কিছু অনুষ্ঠানে সাক্ষাৎ এবং তাঁর বাসায় একান্তে অনেক আলাপ হয়েছে। এত খ্যাতি এবং প্রতিষ্ঠা নিয়েও তিনি ছিলেন অসাধারণ বিনয়ী এবং মৃদুভাষী, তাই প্রগলভ তরুণ কবিকে বক্তার উঁচু আসনে বসিয়ে নম্রভাবে শ্রোতার ভূমিকায় থাকতে তিনি দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

বড় মানুষ না হলে জ্ঞান-প্রজ্ঞা-খ্যাতি ও স্বীকৃতি নিয়ে এমন বিনয়ী হওয়া সম্ভব না।

রাহমান ভাই, আপনার ৯০-তম জন্মদিনে আমার প্রণাম গ্রহণ করুন !!

তুষার গায়েন

                                                                 তুষার গায়েন : কবি, প্রাবন্ধিক।

নোট: লেখকের ফেসবুক পেজ থেকে নেয়া- সম্পাদক

আরো পড়ুন…

গল্প : দুই তিতলির বাসা – রাজেশ ধর

দরজার ওপাশে আইয়ুব বাচ্চু : লুৎফর রহমান রিটন

অজয় রায়: উত্তর প্রজন্মের জীবন মশাল- সাইদুর রহমান

About the author

নরসুন্দা ডটকম