ফিচার

করোনাকে ভয় নয়, জয় করো

নরসুন্দা ডটকম   মার্চ ২৮, ২০২০
করোনাকে ভয় নয়, জয় করো
নদী, পরিবেশ ও সমাজ নিয়ে গভীর ভাবনা তার। বর্তমানে করোনা ভাইরাসের মোকাবিলায় লক ডাউনের আগে সচেতনতা অভিযানে নেমেছেন তিনি।লকডাউনের পর খুলেছেন করোনা হেল্পলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপ। বর্তমানএ সমগ্র বিশ্বের কি পরিস্থিতি? স্থানীয় পরিস্থিতিই বা কি? এই সব নিয়ে নরসুন্দা ডট কমের জন্য পশ্চিমবঙ্গ (ভারত) থেকে লিখছেন- লেখক, সাংবাদিক, তুহিন শুভ্র মন্ডল। চোখ রাখুন www.narashunda.com নরসুন্দা ডট কম এ। আজ পড়ুন প্রথম পর্ব।
করোনা।বর্তমান পৃথিবীর একটা আতঙ্ক সৃষ্টিকারী শব্দ।আদতে একটি ভাইরাস।এককাষী আনুবীক্ষণিক জীব।আর তাকে সামলাতেই নাজেহাল সমগ্র বিশ্ব।উন্নত কি উন্নয়নশীল বা অনুন্নত।রেহাই নেই কারও।এই ভাইরাস আসলে ধনী- গরীব, উন্নত- উন্নয়নশীল- অনুন্নত দেখে না।
তাই এখনও পর্যন্ত সমগ্র বিশ্বের 199 টি দেশ ও তার অধীনস্থ অঞ্চলে COVID- 19 এর শিকার।গতকাল পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে পৃথিবীতে 5,33015 জন আক্রান্ত হয়েছে এবং 24095 জন মারা গিয়েছে এই ভাইরাসের আক্রমনে। সংক্রমনের দিক থেকে যে দেশগুলিতে বিষয়টা মহামারি পেরিয়ে অতিমারির দিকে চলে গিয়েছে সেই দেশগুলি হল ইতালি, আমেরিকা, চীন, স্পেন ইত্যাদি।
COVID-19:
2019 সালের ডিসেম্বর মাসে দক্ষিণ চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে করোনা ভাইরাসের ‘পেশেন্ট জিরো’র খবর মেলে। অর্থাৎ বছর চব্বিশের ইন দাও তাং বিশ্বের প্রথম করোনা রুগী।সম্প্রতি এই নিয়ে একটি আন্তর্জাতিক অনলাইন নিউজ পোর্টাল ওয়ার্ল্ড নিউজ ডেইলি একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।সেটি হল বাদুরের সাথে সঙ্গমের ফলেই নাকি ইন দাও তাং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।যদিও তার সত্যাসত্য বিচার করার ব্যাপার আছে। কেউ কেউ বলেন উহান এর সামুদ্রিক মাছের বাজার থেকেই এটা ছড়িয়েছে। কোন কোন গবেষক আবার বলছেন চীনে দুই প্রজাতির সাপ থেকেই এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে চীনের বেজিং এবং শেনঝেন প্রদেশেও এর সংক্রমন হয়েছে। মার্চ মাসের শুরুতেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন COVID- 19 কে মহামারি রুপে ঘোষণা করেছে। কোভিড অর্থাৎ করোনা ভাইরাস ডিজিজ। আর যেহেতু 2019 সালে প্রথম দেখা গিয়েছিল তার জন্য 19। তাই একে বলা হচ্ছে COVID -19।গত ফেব্রুয়ারি মাসে এই নাম দিয়েছে দ্য ইন্টারন্যাশনাল কমিটি অন ট্যাক্সোনমি অফ ভাইরাসেস।
বিজ্ঞানীগণ করোনা ভাইরাসের জিন ডিকোড করে দেখেছেন যে এর সাথে 2002 সালে যে ভাইরাসের জন্য সংক্রমন মহামারির আকার নিয়েছিল সেই সার্স অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম SARS-COV-2 এর সাথে এই করোনা ভাইরাসের ঘনিষ্ঠ যোগ আছে।
বিশ্বব্যাপী করোনার প্রকোপ: চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে প্রথম দেখা দিলেও এর প্রকোপ শুধু চীনেই আটকে নেই।আমেরিকা,ইতালি,স্পেন, জার্মানী,ইরাণ, ফ্রান্স,সুইজারল্যান্ড,ইংল্যান্ড,নেদারল্যান্ড,অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান, ভারতবর্ষ,বাংলাদেশ ইত্যাদি দেশে ছড়িয়ে গিয়েছে।

About the author

নরসুন্দা ডটকম