ঈদ সংখ্যা ২০২০

নোভেল ভাইরাস ।। উপল হাসান

নরসুন্দা ডটকম   মে ২২, ২০২০
নোভেল

তুমি আজ বিভীষিকাময় উপন্যাস!

দস্তয়েভস্কি’র ক্রাইম এন্ড পানিশমেন্ট?
তুমি গোপন রহস্যের গবেষণাগার থেকে
বুমেরাং হয়ে ছড়িয়ে পড়ছো সারাবিশ্বে।

তুমি বেহুলার লোহার বাসরের
সেই গোপন ছিদ্র দিয়ে ঢুকেছো
ভয়াবহ বিষাক্ত এক কালনাগিনী!

চাঁদ সওদাগর চায় অবাধ বাণিজ্য
মনসা চায় পূজা ভক্তি উপটৌকন,
এ কেমন শক্তির র্নিদয় র্নিমম খেলা?

অসংখ্য জীবন জীবিকার পতন!

মহা আতঙ্কের এক বিরল উপন্যাস
তুমি অদৃশ্য এক ন্যানো মিটার —
কি প্রচণ্ড প্রতাপে ছড়াচ্ছ বিষ।

আজ বিশ্ব যেন লক্ষিনদরের শব
বেহুলা দেখাবে ময়ূরী নৃত্য
তবে মনসার উপশম হবে চিত্ত?


উপল হাসান : কবি ও চিত্রকর, নেদারল্যান্ডস

আরও পড়তে পারেন…
ত্রাণ ও জনসেবা বিষয়ক একটি নিরীহ গল্প ।। মুহাম্মদ শামীম রেজা
অস্তরাগ ।। সৈয়দ কামরুল হাসান
টান ।। মাজহার মান্না

About the author

নরসুন্দা ডটকম