আমরা যাকে নাম দিয়েছি ।। ছাদেকুর রহমান
সে রাতে আমি আকাশ দেখিনি মোটে
দেখেছি উদভ্রান্তের মতো ছুটে-
অশ্রু-ঝরা বাঁধনহারা মেঘবালিকার দল,
রিমঝিম ঝিম ধারা বরিষণে
আমরা যাকে নাম দিয়েছি জল…
থৈ থৈ থৈ ধার ভেঙে ঢেউ জলের ধারা বয়
বিজন ঘাটে একলা পথিক কয়-
স্রোতের ধারা বাঁকে বাঁকে চলছে নিরবধি,
হয়তো বা তার দুঃখ আছে কিছু
আমরা যাকে নাম দিয়েছি নদী…
কদম ফুলের গন্ধ বিলায় উথাল হাওয়া
এমন করেই দুয়ারে তার আসা যাওয়া-
শব্দ শুনি গহনতলে ক্ষণেক কাঁদা হাসার,
হয়তো কোনো বিবাগী প্রাণ হবে
আমরা যাকে নাম দিয়েছি আষাঢ়…