গত বছরের ৫ নভেম্বর জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগপ্রাপ্ত হন মোহাম্মদ সালাউদ্দীন। পাশাপাশি সিনিয়র এ কোচ জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দেখভালও করে আসছিলেন । গত সোমবার আসন্ন আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সালাউদ্দীনের পরিবর্তে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।
এর একদিন যেতে না যেতেই আবারও আলোচনায় এসেছেন সালাউদ্দীনেউল্লেখ্য যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাথে ওডিআই সিরিজে যাচ্ছেতাই ব্যাটিং প্রদর্শণী করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পরই সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে বিসিবিতে পদত্যাগ পত্রও জমা দিয়েছেন সালাউদ্দীন।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
সহকারি কোচের পদও ছাড়লেন সালাউদ্দিন
নরসুন্দা ডটকম নভেম্বর ৫, ২০২৫
