খেলাধুলা

ফুটবলে ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ!

নরসুন্দা ডটকম   নভেম্বর ১৮, ২০২৫

অসাধারণ নৈপূণ্যে ২২ বছর পর ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ! খেলার এগারো মিনিটে রাকিবের অসাধারণ পাসে মুরসালিন একমাত্র গোলটি করেন। পুরো খেলায় আধিপত্য বিস্তার করে খেলেন বাংলাদেশের ফুটবলাররা। তবে গোল হজম করে ভারতীয় খেলোয়ারেরা যেন খেই হারিয়ে ফেলে। ফুটবল নয় তারা যেন রেসলিংয়ে মেতে ওঠে। বলে আঘাত না করে হামজাদের আঘাত করতে থাকে।

সামিত সোম-হামজাদের কাছে পাত্তাই পায়নি ভারত। তবে দূর্ঘনা ঘটে যেতেও পারতো যদি না হামজা চৌধুরী গোল কিপারের ভূমিতায় অবতীর্ণ হতেন। শেষমেশ এশিয়া কাপ বাছাইয়ে প্রথম জয় পায় বাংলাদেশ !

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment