শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই ইতিহাস নতুন করে লিখল মাশরাফিরা।
তামিম ইকবালের সেঞ্চুরির পর দুর্দান্ত বোলিংয়ে উড়িয়ে দিয়েছে তারা স্বাগতিকদের, পেয়েছে ৯০ রানের বিশাল জয়।
লংকানদের ইনিংসের শুরুতেই আঘাত হানেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই সাজঘরে ফেরেন ওপেনার দানুস্তা গুনাথালাকা। মাশরাফির বলে লেগ বিফোরের শিকার হন গুনাথালাকা।
এরপর অভিষেকে নিজের প্রথম উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। এরপর মোস্তাফিজ, তাসকিন, সাকিবের হাতে একেএকে বধ হয় লংকানরা।
সব উইকেট হারিয়ে তারা করে ২৩৪রান।
এর আগে বাংলাদেশ তাদের ইনিংসে টাইগার ওপেনার তামিম ইকবালের ১২৭, সাকিব আল হাসানের ৭২ আর সাব্বির রহমানের ৫৪ রানে ভর করে ৫ উইকেটে ৩২৪ রান করে।
খেলায় নিজের ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল।
শ্রীলংকার বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। সেঞ্চুরি তুলে নিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তামিম ইকবাল। তবে ব্যক্তিগত ১২৭ রানে তামিমকে থামান লাহিরু কুমারা। ১৫টি চার ও ১টি ছয়ের মারে সাজানো ছিল তামিমের ইনিংস।
এর আগে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি২০- ক্রিকেটের এই তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম।