পাঞ্জাবকে হারানোর দিনেও কলকাতার ক্রিকেট জনতার মুখে সেই—করব, লড়ব, জিতব রে।
গৌতম গম্ভীর নিয়ে প্রশ্ন করতেই বুধবার বিকেলে কড়া দৃষ্টি হেনে টিম বাসের দিকে এগিয়ে গিয়েছিলেন তিনি।
ম্যাচে যদিও দেখা গেল দুই দিল্লিওয়ালা—ইশান্ত শর্মা ও গৌতম গম্ভীরের দ্বৈরথে শেষ হাসি হাসলেন কেকেআর অধিনায়ক-ই।
দুরন্ত ব্যাট করে দলকে আট উইকেটে শুধু জেতালেনই না। ঝকঝকে ৭২ রানের সুবাদে কলকাতা অধিনায়কের মাথায় উঠে এল টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপ।
আর ঘরের মাঠে এ বারের প্রথম ম্যাচ জেতার দিনেই টেবলের শীর্ষে চলে গেল কলকাতা।
গম্ভীর ছুঁয়ে ফেললেন আইপিএল-এ ডেভিড ওয়ার্নারের ৩৩ অর্ধশতরানের রেকর্ডও।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রানে শেষ হয়েছিল কিংগস ইলেভেনের ইনিংস।
জবাবে ২১ বল বাকি থাকতেই সুনীল নারাইন ও রবিন উথাপ্পার (২৬) উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় কলকাতা।