।। এড. হাসনাত কাইয়ুম ।।
কিশোর সাগরের হত্যাকারীদের বিচারের দাবীতে যারা পথে নেমেছেন এবং যারা সরব হয়েছেন তাদের সশ্রদ্ধ সালাম ।
কিন্তু যারা শুধুমাত্র এক বা একাধিক হত্যাকারীর বিচার নয়, বরং এ নির্মমতা ,নৃশংসতা এবং বর্ব্বরতার ব্যবস্থাটিরই অবসান চান তাদের আর একটু বেশী পথ হাটতে হবে !
এটা খুব পরিস্কারভাবে বুঝতে হবে, আমরা যদি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে বিনা-বিচারে মৃত্যূতে সমর্থন দেই, তাহলে অইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাইরের লোকরাও নিজেদের বিনা বিচারে শাস্তি দেয়ার অধিকারী বলে ভাবতে উৎসাহিত বোধ করে ।
এটা পরীক্ষিত ও প্রতিষ্ঠিত সত্য য়ে অপরাধ নীচ থেকে উপরে যায় কম বরং এটা পানির মতো উপর থেকে নীচে ছড়ায় দ্রুত । তাই সাগর বা সাগরদের উপর চলমান এ নৃশংসতার অবসান চাইলে উপরের নৃশংসতার বিরুদ্ধে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হবে ।
আমরা কি সে প্রস্তুতি নিচ্ছি?
নোট: লেখকের ফেসবুক পেজ থেকে।