অবসকিওর একটি অদ্ভুত ব্যান্ড। কারো সাথে সিন্ডিকেট মেইনটেন করে না। কর্পোরেটদের সাথে সময় কাটায় না। বৃত্তবন্দী এলিটদের সাথে মেলামেশা করে না। নিজেদের যতটুকু সাধ্য ততটুকু কাজ করে। তাই কখনই বেস্ট ব্যান্ড এ্যাওয়ার্ড তাঁদের হাতে আসে না। শুধুমাত্র পিউপলস্ চয়েস এ্যাওয়ার্ড পায়।
আমি অবসকিওরের সাথে থেকে একটা বিষয় জানতে পেরেছি খুব করে। যে সাধারণ জনগণের ভালোবাসার মূল্যকে নিরুপণ করা যায় না। বুকের কোণ ঘেষে নীরবে ভালোবাসেন তাঁরা। সুযোগ পেলে সেই ভালোবাসার ছোঁয়া নীরবেই দিয়ে যান।
‘ক্র্যাক প্লাটুন‘ এ্যালবামটির জন্য গতকাল অবসকিওর ‘চ্যালেন আই মিউজিক এ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতন এবারও পিউপলস্ চয়েস এ্যাওয়ার্ড পেয়েছে। দুই বছর আগে আরটিভি পিউপলস্ চয়েস এ্যাওয়ার্ডটিও তাঁরা পেয়েছিল।
অবসকিওরের জন্য অনেক ভালোবাসা। আর সাধারণ জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই।
নোট: লেখকের ফেসবুক পেজ থেকে নেয়া।