স্কার্ফে ঢাকা মাথা। পরনে জ্যাকেট আর জিন্স। গোড়ালি পর্যন্ত হাই হিলের বুটজোড়া। ব্যস্ত রাস্তায় হেঁটে যাচ্ছেন এক তরুণী। ছবির নীচে ক্যাপশন, ‘মালালা ইউসুফজাই ইন ইউকে।’ পাকিস্তানের একটি ওয়েবসাইটে এই ছবি প্রকাশিত হওয়ামাত্র ট্রোলড করা হচ্ছে মালালাকে।
চিরাচরিত সালোয়ার কামিজ ছেড়ে জিন্স পরার ‘অপরাধে’ মালালাকে কাঠগড়ায় তুলেছেন নেটিজেনদের একাংশ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির ওই তরুণী আদৌ মালালা কি না তা অবশ্য নিশ্চিত করে জানা যায়নি। কিন্তু, তা সত্ত্বেও মালালাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না অনেকে। ওই ছবি নিয়ে ইতিমধ্যেই ১১ হাজারেরও বেশি প্রতিক্রিয়া মিলেছে। দু’হাজারেরও বেশি নেটিজেন তা নিয়ে মন্তব্য করেছেন বলে জানা গেছে।
এম হুসেন নামে এক ব্যক্তির মন্তব্য, “খুবই লজ্জাজনক… এই ড্রামা কুইনকে ঘৃণা করি।” আবদুল্লা শাহের আবার ব্যঙ্গ, “এখনও নয়, এর আগেও— কখনই লজ্জাবোধ ছিল না তাঁর।” তবে কটাক্ষ-সমালোচনার পাশাপাশি মালালার সমর্থনেও মুখ খুলেছেন অনেকে। আয়াজ শোরো লিখেছেন, “এটা তো খুব সাধারণ একটা পোশাক… এমনকী মাথায় স্কার্ফও রয়েছে। আমি এতে খারাপ কিছু দেখছি না।” সূত্র – আনন্দবাজার পত্রিকা।