প্রতিবার খাবারের সঙ্গে অন্তত ১০০টি করে প্লাস্টিক তন্তু খাচ্ছি আমরা। কিন্তু জানতে পারছি না! খাওয়ার সময় এসব প্লাস্টিক ঢুকে পড়ছে আমাদের শরীরে। যেখান থেকে তুলে খাবার খাচ্ছি, সেই প্লেট, থালা, বাটি যতোই ধুয়ে-মুছে সাফ করি না কেন, এসবে যৎকিঞ্চিত হলেও ধুলোবালি থেকে যায়। কারণ বাতাসে ধুলোবালি থাকেই। আর এসব ধুলাবালিতে থাকে প্লাস্টিক, যাকে প্লাস্টিকের তন্তু বা ফাইবার বলে। এগুলো আমরা দেখতে পাই না। আমাদের মাথার চুলের চেয়েও অনেক বেশি সরু ও সূক্ষ্ণ এই তন্তু, তাই তা চোখে দেখা যায় না।
আর এসব প্লাস্টিকের তন্তু খাবারদাবার, প্লেটে, থালা, বাটিতে এসে পড়ে। এবং এগুলো খাওয়ার সময় আমাদের অজান্তে চলে যায় শরীরে। ঢুকে পড়ে রক্তনালীতে। আর রক্তপ্রবাহের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে যকৃৎ, পাকস্থলী, অগ্নাশয় ও অন্ত্রে ভেতরে। ব্রিটেনের হ্যারিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে। গবেষকদলের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল টক্সিকোলজি বিভাগের অধ্যাপক টেড হেনরি।
গবেষকরা দেখেছেন, মোটামুটি ২০ মিনিটের মধ্যে খেয়ে ফেলা যায়- এমন খাবারে জমা ধুলোবালিতে সর্বাধিক ১৪টি করে প্লাস্টিকের তন্তু থাকে। একটা ডিনারের প্লেটে থাকে গড়ে ১১৪টি প্লাস্টিক তন্তু। আর সারা বছরে এক জন মানুষ খাওয়ার সময় গড়ে সর্বাধিক ৬৮ হাজার ৪১৫টি প্লাস্টিক তন্তু খেয়ে ফেলে। সর্বনিম্ন এটি ১৩ হাজার ৭৩১টির চেয়ে কম হয় না।