কবিতা

কবির খোলা চিঠি- আলম মাহবুব

নরসুন্দা ডটকম   সেপ্টেম্বর ২৮, ২০১৬

                            সৈয়দ শামসুল হক স্মরণে-

দূর্বার পথ পাড়ি দিতে এসে
ঋণী হয়ে গেলাম পৃথিবীর কাছে,
এতটা ভালবেসেছে যার ফলে
না বলে চলে যেতে হয়েছে
সুন্দর, সবুজে ঘেরা বাংলার বুক হতে
বহু দূরে, একাকীত্বের দেশে।

আকাশের চাঁদের আলো হয়ে
আসতে যদি পারি ফিরে,
তবে আসবো আমার ভালবাসার
প্রিয় মূখ গুলোর জ্যোৎন্সা হয়ে,
প্রতিটি নীড়ে, প্রেমের টানে।

আমার চেনা প্রত্যেক মাঠে
সবুজ শস্য হয়ে মন রাঙ্গাবো,
আঁকাবাঁকা নদীর স্রোত হয়ে
ভিজাঁবো আমার মেহনতি ভাইকে,
আসতে পারি সোনালি প্রান্তরে
স্বর্গের সকল সূখ নিয়ে।

%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac

আলম মাহবুব: কবি ও লেখক।

 

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment