মাহবুব আলম, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই নিহত ও বারজন আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার জিরো পয়েন্ট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন চিলিকুন দরবার মাজার শরীফে গমন প্রাক্কালে একটি সিভিল পিকআপ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনায় আহতরা হলেন, মোঃ আরাফ আলী (৬০), পিতা: মোহাম্মদ আলী, গ্রাম: ঘাগড়া, মিঠামইন,
নুর আলম (৪০), পিতা: মৃত আঃ জব্বার, জালাল মিয়া (৪৫), পিতা: মৃত জারমানি, মোহাম্মদ রিশাদ (১৮), পিতা: মৃত সাদেক মিয়া, সাইম মিয়া (১৩), পিতা: নুর আলম,
মোঃ ফাহিম মিয়া (১৬), পিতা: নুর আলম, মোঃ হাকিম (৪৮), পিতা: মৃত হাবিজ মিয়া সহ আরও পাঁচ জনের নাম জানা যায় নি—সকলের বাড়ি মিঠামইন উপজেলার বিভিন্ন গ্রামে।
দুর্ঘটনায় নিহত হন হাদিজ মিয়া (৫৫), পিতা: মৃত আলী হোসেন সহ আরও ১ জন
খবর পেয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খানের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের বাজিতপুর থানাধীন ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে দুর্ঘটনাকবলিত সিভিল পিকআপটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
