সোশ্যাল মিডিয়া

আমরা নাকি বিপ্লব করব!

নরসুন্দা ডটকম   September 28, 2017

।। জাকির তালুকদার ।।

কার্ল মার্কস-এর নাম:

গত ২ মাসে ২৯ জন ছেলে-মেয়ের সাথে কথা বলেছি। এরা সবাই ছাত্র-ছাত্রী। দশম শ্রেণী থেকে শুরু করে অনার্স পড়ুয়া। এদের কেউ কেউ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথেও জড়িত। কথা বলেছি আমার চেম্বারে বসেই। এরা কেউ রোগী হিসাবে এসেছে, কেউ রোগীর সঙ্গে এসেছে। প্রশ্ন করেছি একটাই– তুমি কি কার্ল মার্কস-এর নাম শুনেছ?
একজনও শোনেনি।

আমরা নাকি বিপ্লব করব!

জাকির তালুকদার: লেখক।

About the author

নরসুন্দা ডটকম