কবিতা সাহিত্য

গাজী আল আমিন এর কবিতা

নরসুন্দা ডটকম   October 1, 2017

সুখ খোঁজে ফেরা 

নাচতে যদি চাও,

তবে সুদূরে যাও!

যেখানে থাকবে না কেউ,

শুধু লাল নীল হলুদ সবুজ বাতি

ভালোবাসার নেই কোন ছুঁয়া,

শুধুই নাচ আর নাচ!

সত্যিই আজব দুনিয়া,

সুখ খোঁজে ফেরা 

মানুষগুলো কতই না অসহায়।

একটু ভালবাসার জন্য কত কিছুই না করে,

কিন্তু সাময়িক এই ভালোবাসা আর সুখ কি দিতে পারে প্রকৃত প্রশান্তি?

সিঙ্গাপুর, ০১ অক্টোবর ২০১৭ খ্রি.  

About the author

নরসুন্দা ডটকম