সাহিত্য ডেস্কঃ
‘হারিয়ে খুঁজি’
-আবিদা সুলতানা
যেতে যেতে হঠাৎ তাকিয়ে দেখি
কেউ নেই মোর পাশে,
কোথায় গেলে বন্ধু ওগো
চোখে বেয়ে জল আসে।
দু নয়নের জল নীরবে ঝড়তে থাকে
হারানো ব্যথা বাঁশির সুরে বেজে ওঠে
অদৃশ্যের মাঝে তোমায় খুঁজে ফেরে,
জীবনের দ্বীপ মুহুর্তেই গেছে কোন
এক আক্রোশে অন্ধকারে।
বিবেকহীন মানুষের মেলায়
হারিয়ে ফেলেছি তোমায়,
আগুন দহে জ্বলছি যে হায় মরণ নেশায়
বুকের পাঁজরে জুড়ে আছো তাই
কি করে বলো ভুলিবো তোমায়।
খুঁজিয়ে বেড়াই হেথায় সেথায়
নিজেকে আড়ালে রেখেছো ধরা না দেয়ায়।
আড়ালে রাখিনি নিজেকে
দাঁড়িয়ে তোমার বন্ধ দরজায়
ভালোবাসো যদি দেখা হবে
কোন গোধুলি বেলায়।।