সোনার হরিণ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে ১৩৬ পদ খালি

নরসুন্দা ডটকম   April 24, 2018
জনস্বাস্থ্য প্রকৌশল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে মোট ১৩৬ জনকে নিয়োগ দেয়া হবে।

অধিদফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হিসাব সহকারী পদে ৮ জন এবং ক্লার্ক কাম টাইপিস্ট পদে ১২৮ জনকে নেয়া হবে।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না:
জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ফেনী, রাঙ্গামাটি, মানিকগঞ্জ, বান্দরবান, খাগড়াছড়ি, রাজশাহী, লালমনিরহাট, নড়াইল, খুলনা, মাগুরা, বরিশাল, বরগুনা, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি।

আবেদনের যোগ্যতা:
আবেদনকারীর বয়স ২০১৮ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ১৮ থেকে ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধা কোটা ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

যেভাবে আবেদন করবেন:
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে অধিদফতরের ওয়েবসাইটে www.dphe.gov.bd প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। তারপর আবেদন ফরম ৩০ এপ্রিলের মধ্যে অধিদফতরের ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত অধিদফতরের ওয়েবসাইট থেকে জানা যাবে।

About the author

নরসুন্দা ডটকম