সাহিত্য ডেস্কঃ
কথা
-উদয়ন গোস্বামী
একটা জটিল প্রশ্নের সমাধান খুঁজতে গিয়ে ভেঙে ফেলতে হয় অনেক সহজ সম্পর্ক। তবে সম্পর্ক তো শুধু একটি শব্দমাত্র নয় যে আচমকা করা যাবে সন্ধি বিচ্ছেদ। আবার মাটির ফুলদানিটাও নয় যে ভেঙে গেলেই ফেলে দেওয়া যাবে।ফেলতে চাইলেই বা ফেলব কোথায়? একটা সম্পর্ক হঠাৎ বেখেয়ালে মগজ থেকে পড়ে গিয়েছিল একবার। ঘরময় ছড়িয়ে পড়েছিল কথা। কথার রঙ, কথার স্বাদ, কথার বদবু, কথার সুবাস।আমি ঝাঁট দিয়ে দিয়ে ক্লান্ত। সব কথা জড়ো করে যখন ফের ভরতে গেলাম সম্পর্কটায়, সে পরিষ্কার জানিয়ে দিল যে,গোপনীয়তা হারিয়েছে যে সব কথারা, তাদের সে পুনরায় গ্রহণে অক্ষম। তবে কি শুধু কথা নয়? আরও অন্য কিছু সম্পর্কের আঠা? আসলে একটা সহজ সম্পর্কের সমাধান খুঁজতে গিয়ে অনেক সময় বেড়িয়ে আসে অনেক জটিল প্রশ্নের পরোয়ানা। প্রশ্নেরা কথা বলে। প্রশ্নেরা আড়াল খোঁজে।নতুন নতুন কথার জন্ম দেয়। কথারা উত্তর খুঁজতেই থাকে । কিন্তু সম্পর্ক সমাধান পেলে বাঁচেনা।
কবি পরিচিতিঃ
নামঃ উদয়ন গোস্বামী
ঠিকানাঃ নতুনপল্লী,মঙ্গলবাড়ি,মালদা,
পিনঃ ৭৩২১৪২
পেশাঃ শিক্ষকতা
প্রকাশিত গ্রন্থঃ ঘষা কাচের জানালা। অভিযান পাবলিশার্স।