কবিতা সাহিত্য

সোহেল খান এর তিনটি কবিতা

নরসুন্দা ডটকম   মে ১৩, ২০১৮

।। প্রয়োজনে আসে সবাই ।।

হঠাৎ বিকেল বেলা এসেছিলে এই উদ্যানে
হাটাহাটি করেছিলে রিনিঝিনি নুপুর পায় 
কিছুক্ষন, তারপর ক্লান্ত দেহে একটু বসলে
গাছের ছায়।
আমার বুকের জমিনে সদ্য গজিয়ে ওঠা
সবুজ ঘাসের বিছানা দু পায়ে মাড়িয়ে
অনেক ক্লান্ত এখন তুমি।
আমার আর্ত্মচিৎকার শুনতে পাওনি
রিনিঝিনি নুপুর নিক্কনে।
ক্লান্তি দূর করতে বাদাম নিয়েছো কিনে
কোমল আঙ্গুলের ছোঁয়ায় খোসা ছড়াচ্ছ
মুখে দিচ্ছো আর চিবোচ্ছে দাঁতে।
শিউরে উঠছি আমি, আবার বুঝি দুপায়ে
মাড়িয়ে যাবে বুকের জমিনের সবুজ ঘাস।
এভাবেই আসে সবাই, কিছুক্ষণ হেঁটে 
বুকের উপর সবুজ বিছানা তছনছ করে
ফিরে চলে যায় আপন নীড়ে।
পদতলে পিষ্ট হয়ে ঘাসের জীবনাবসান,
বুকটা ক্ষতবিক্ষত হয় অনবরত লাঙ্গলের
ফলার চেয়েও সূতীক্ষ্ণ জুতোর তলায়।
বুঝেছি আজ প্রয়োজনে আসে সবাই।
কাজ শেষে ফিরে যায় যে যার নীড়ে।
আমি প্রতীক্ষা করি আর এক বর্ষার
বর্ষা এলেই উর্বর হয় এই বুকের জমিন
সবুজ ঘাস লকলক করে বেড়ে ওঠে
আবার কোন দানবী’র পদতলে পিষ্ট
হবার আতঙ্কে-।

।। পরিবর্তন ।।

একটা পরিবর্তন প্রয়োজন!
কোথায়…?
সমগ্র রাষ্ট্রে, সরকারে, দরকারে।
তবে বিপ্লব হচ্ছে না কেন!
তারুণ্য আজ জেগে উঠে না কেন?
তারা হতাশ কেন, তা কি জানো না!
হে প্রদীপ্ত যুবক 
নেতৃত্বের নামে তুমি প্রতারণা করেছো
জলন্ত বারুদ এই তারুণ্যের সাথে-।
তারুণ্য জেগে উঠেছে বহুবার, 
কিন্তু তুমি পারোনি 
সব জ্বেলে পুড়ে ছাড়খাড় করে 
নতুন সূর্যকে ছিনিয়ে আনতে।
তারুণ্য যখনই জ্বলে উঠেছে 
তখন ঘী না ঢেলে দিয়েছ পানি
নিভে দিয়েছো উদ্দীপ্ত তারুণ্য কে।
হে যুবক, তুমি মানুষের পরিবর্তনের
আগে নিজের পরিবর্তন করে নিলে।
লোভী, বোকা যুবক বুঝলে না তুমি
শত কোটি মানুষের পরিবর্তন হলে 
তুমি নিজেও পরিবর্তনের স্বাদ পেতে।
নিজের জন্য আজ কোটি মানুষেকে
বঞ্চিত করে তুমি হয়ে গেলে প্রতারক।
তারুণ্য বিশ্বাস করতে পারেনা তোমায়
তাই তুমি আজ শক্তিহীন, বড় একা।
ঘুমিয়ে পড়েছে তারুণ্য উঠবে না আর,
তবে কি পরিবর্তন আর সম্ভব নয়??
সম্ভব, অবশ্যই সম্ভব, সর্বপ্রথম তুমি
নিজেকে পরিবর্তন কর, নিজের দৃষ্টি
নিজের বিবেক, বুদ্ধি আর বিবেচনা
নিজের ঘর, সংসার আর পরিবার।
তবেই জাগবে তারুণ্য শেষ বারের মত
বিদ্রোহের আগুন জ্বলে উঠবে চারিদিক।
দেখবে অনায়াশেই হয়ে যাবে একটা
দরকারী পরিবর্তন, 
যার প্রতীক্ষায়- 
তুমি-আমি-আমরা, 
অনন্তকাল থেকে

সোহেল খান এর কবিতা : নরসুন্দা ডটকম।

।। কুড়ে ঘরে ।। 

-অদ্ভুত আর অবাক লাগে তোমায়।
মিথ্যা, অভিনয়ে ভুলে প্রতারককে
সর্বস্ব দিলে বিলিয়ে অনায়াসেই।
সব হাড়িয়ে নিঃস্ব এখন তুমি।
বিলিয়েছিলে উচ্ছ্বল জীবনের 
দুই ভাগ, কত সহজেই-।
অট্টালিকার স্বপ্নে বিভোর তুমি
নিক্ষিপ্ত হলে আবর্জনার স্তুপে।
বুকভরা নিখাদ ভালোবাসা নিয়ে
দাঁড়িয়ে যখন প্রদীপ্ত এক যুবক।
তখন শুরু করলে হিসাব নিকাশ!
এখন অনেক বুদ্ধিমতী হয়ে গেছো!
পরীক্ষা নেয়ার জন্য প্রশ্নপত্র তৈরি
করছ সকাল-সন্ধা, রাত-দিন….।
কি আজব তোমার মনের খেয়াল।
হাসি পায়, আবার কষ্টও লাগে
কাঁচ আর হীরার পার্থক্য গেছো ভুলে ।
অট্টালিকায় সুখ খুঁজে কষ্ট নিলে অনেক।
মেয়ে, দেখো এবার কুড়ে ঘরে
অফুরান ভালোবাসা আর
পৃথিবীর যতসুখ গচ্ছিত এখানে
নিতে পারো দুহাত ভরে- ।।

About the author

নরসুন্দা ডটকম