কবিতা সাহিত্য

এ প্রজন্মের কবি ফাতেমা খাতুন রুনার কবিতার পাতায়

Md. Sohel Ahmed Khan   মে ১৬, ২০১৮

সাহিত্য ডেস্কঃ

“ব্যর্থ প্রয়াস”

-ফাতেমা খাতুন রুনা

 

আঘাতের পর আঘাত করবে,

যতোবার ইচ্ছে করবে এবং-

ততোবার’ই আমার মৃত্যু হবে!

আর আমি পুনরায় নতুন করে জন্ম নিবো,

জন্মাবো শুধু হারানোর চেতনায়!

কারণ, আমার যে হারানোর ভয় নেই আর।

তবু ভয় পাই, ভীষণ রকম ভয়!

তোমার হাসির আড়ালে লুকায়িত ছলনাকে,

ভয় পাই, মিথ্যের আগুনে নিজেকে পোড়াতে।

আজ আর কষ্ট হয় না আমার,

না কোন কষ্ট নেই!

তোমাকে না পাওয়ার ব্যথায় ভুল করে কাঁদিনা!

যদিও, পোড়া চোখ দুটো রোজ কাঁদে-

সে চতুর মুখখানা এক নজর দেখার আশে,

ভুলে জড়াতে চাইনা, তবু ভুল করেই তোমার ভুলে-

রোজ জড়িয়ে যাচ্ছি নিয়মে অনিয়মে।

হয়তো ভালো আছো, খুব ভালো আছো,

আরো আরো ভালো থাকো, এটুকুই প্রার্থনা,

তোমার ভালোটাই আমার ভালো লাগে তাই,

কখনো যদি মনে করো পাহাড় সমন কষ্ট এসে,

তোমাকে কষ্ট দিতে চায়,

তবে- একবার, শুধু একবার স্বরণ করো আমাকে,

আমি সেই আগের মতই ঝাপিয়ে পড়বো,

তোমার সমস্ত কষ্ট দু’হাতের মুঠোয় ভরে-

এ বুকটা সপে দিবো যন্ত্রনার তরে,

তবু- তোমার কোন আঁচর লাগতে দেবো না!

ভালোবাসি, বড্ড ভালোবাসি-

এইরকম ভালোবাসা যে তুমিই আমাকে শিখিয়েছো,

আমাকে প্রেম শিখিয়ে, আজ তুমি আমাকেই চেননা,

একদম ভুলে গেছো, কখনোই মনে পড়েনা!

কিন্তু আমি! আমি’তো ভুলতে পারিনি-

সেই অতিতের পড়ে থাকা স্মৃতিগুলো ভেবে,

তোমার ভাবনায় ডুবতেই গোংরে উঠে হৃদয়!

এই হৃদয়টাকেই তুমি ক্ষত বিক্ষত করে গেছো-

এতটুকু মায়া বুঝি তোমার ছিলো না।

আজ, তোমাকে ভুলে থাকার বৃথা চেষ্টায়,

রোজ রোজ ব্যর্থ মরনে পুড়ে মরছি-

কতোটা ভুলতে পেরেছি জানী না-

শুধু জানি, তোমার ভাবনাগুলো রোজ এসে-

এই আমাকে করে দিয়ে যায় এলোমেলো,

আর আমি দেখতে পাই আমার হৃদয়-

রোজ হচ্ছে কতোটা ক্ষত-বিক্ষত।

ভুলে যেতে পারিনি তবু ভুলে থাকার প্রয়াস-

এক ব্যর্থ তুমি’র মিথ্যে প্রণয়ে হেরে গেছি চিরতরে।

About the author

Md. Sohel Ahmed Khan