এ প্রজন্মের জনপ্রিয় তরুণ সাহিত্যিক শাহ মুহাম্মদ মোশাহিদ । পেশায় সাংবাদিক। পেশাগত জীবনে কাজ করেছেন বেশ কিছু সংবাদপত্র ও অনলাইন পোর্টালে।তাঁর লেখার বিষয়: ছড়া, গল্প, রোমাঞ্চ উপন্যাস, সায়েন্স ফিকশন।লেখার মধ্য দিয়ে ইতোমধ্যে তিনি পাঠক মহলের নজর কারতে সক্ষম হয়েছেন।
তাঁর লেখা প্রকাশিত বই- ৫টি।
এগুলো হলো- ১. হাঙকি আর পাঙকি- শিশুদের গল্প ২. নিশিদল- ভ্রমণ ৩. ব্ল্যাক লাইট– রোমাঞ্চ উপন্যাস ৪. সাগর ভরা দৈত্য দানো- গল্পছড়া ৫. ঢেউয়ের চূড়ায় আকাশ ভাঙে- ছড়া।
ভ্রমণপ্রিয় এই লেখক নিশিদল নামে একটি ভ্রমণ সংগঠনের প্রতিষ্ঠাতা। এই সংগঠনের সদস্যরা রাত জেগে ভ্রমণ করে থাকেন। নদী, পাহাড়, হাওর, বিল, নিভৃত গ্রামে রাত জেগে আড্ডা আর গানে সময় কাটান তাঁরা।
নিশিদলের সদস্যদের নিয়ে তিনি সারা দেশ ভ্রমণ করেছেন।এরমধ্যেদিয়ে দেশী- বিদেশী পর্যটকদের সাথে মিতালী গড়ে তুলছেন। করছেন ভাব এবং চিন্তার বিনিময়।বিদেশীদের কাছে পজেটিভ বাংলাদেশকে তিনি তুলে ধরছেন। ভিনদেশী এই পর্যটকদের নিয়ে নিয়মিত লিখছেন দেশের একটি শীর্ষ দৈনিক পত্রিকায়।
লেখক শাহ মুহাম্মদ মোশাহিদ এর জন্ম: ২ সেপ্টেম্বর।তাঁর বাবার নাম- শাহ মো. ওবায়েদ উল্লাহ আর মা: হুসনেয়ারা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী- সাইমা আর একমাত্র সন্তান: শাহ ওবায়েদ নেহানকে নিয়ে তাঁর সংসার।
গত ২ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন। নরসুন্দা ডট কমের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন ও প্রাণঢালা অভিনন্দন।