ফিচার

জেকমন সাহিত্য পুরস্কার-২০১৮ পেয়েছেন প্রশান্ত মৃধা

নরসুন্দা ডটকম   নভেম্বর ৯, ২০১৮

জেকমন সাহিত্য পুরস্কার-২০১৮ পেয়েছেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা।

এছাড়া জেকমন তরুণ কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক হামিম কামাল এবং জেমকন তরুণ কবিতা পুরস্কার পেয়েছেন কবি হাসান নাঈম।

শুক্রবার বিকেলে ঢাকা লিট ফেস্টে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন জেমকন গ্রুপের পরিচালক কাজী নাবিল আহমেদ।

পুরস্কারের স্বীকৃতিস্বরূপ প্রশান্ত মৃধাকে তার ‘ডুগডুগির আসর’ উপন্যাসের জন্য আট লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

একই সঙ্গে হামিম কামালকে তার ছোট গল্পের পাণ্ডুলিপি ‘সোনাইলের বনে’ এবং হাসান নাঈমকে তার ‘দিল নিলামের হাট’ নামে কবিতার পাণ্ডুলিপির জন্য নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

জেমকন গ্রুপের পরিচালক ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘জেমকন সাহিত্য পুরস্কার নামে ২০০৭ সাল থেকে প্রতিবছর প্রদান করে আসছি এই সম্মাননা, ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখবো। প্রতিবছর এই কাজটি করা খুব কঠিন। জুরি বোর্ডের সদস্যদের মতামত নিয়ে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। বাংলা সাহিত্যের সৃজনশীল লেখকদের সম্মানিত করাই এ পুরস্কারের মূল উদ্দেশ্য। জেমকন সাহিত্য পুরস্কার লেখকদের প্রেরণা যোগাবে বলে আমার বিশ্বাস।’

আরো পড়ুন..

মান্টো ! যারা সিনেমাটি আজ দেখতো পারোনি, স্পেশালি তাদের জন্য!

প্রশান্ত মৃধা বলেন, “যেকোনো পুরস্কারপ্রাপ্তি আনন্দের। জেমকন গ্রুপকে ধন্যবাদ জানাই। জুরি বোর্ডে যারা ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। আজকে যারা ‘তরুণ পুরস্কার’ পেয়েছেন এর আগে তা আমিও পেয়েছিলাম। আজকের পুরস্কার পাওয়া থেকে সেই পুরস্কারটি অনেক বড়।”

জেমকন সাহিত্য পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন কবি আসাদ চৌধুরী, কবি রুবি রহমান, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।

জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের, কথাসাহিত্যিক সালমা বাণী, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, অধ্যাপক অনিরুদ্ধ কাহালী এবং অধ্যাপক কবি সুমন গুণ।

জেমকন তরুণ কবিতা পুরস্কারের জুরি ছিলেন কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি মোহাম্মদ সাদিক, কবি ফরিদ কবির, কবি শাহনাজ মুন্নী ও কবি নিখিলেশ রায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুরস্কার পর্ষদের সদস্য সচিব কবি শামীম রেজা।

About the author

নরসুন্দা ডটকম