সাহিত্য ডেস্কঃ
আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত মানবাধিকার সংস্থা – International Council of Human & Fundamental Rights (ICHFR) এর সাহিত্য বিষয়ে সম্মাননা পেলেন উন্নয়ন ধারার যুগ্ম সম্পাদক, বঙ্গভুমি সাহিত্য পর্ষদের সভাপতি, ক্যাপ্টেন সম্পাদক, কবি ও উপন্যাসিক রাশেদ রেহমান।
চাই শান্তি – চাই অধিকার, সুস্থ সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থায় বিজ্ঞান ভিত্তিক উন্নততর সমাজ গঠনের স্লোগানকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবসে কলকাতার স্যার আশুতোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. শান্তিনাথ চট্টোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি শ্রী চিত্ততোষ মুখার্জী। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক সরকার, কবি ও উপন্যাসিক রাশেদ রেহমান, মতিয়ারা মুক্তা, ডা. সুদীপ্ত চট্টোপাধ্যায়, মিহির কুমার সাহু, কে .কে. মোহান্তি, টি . জি.ভিট্রিকোটি, কবি শ্রী মৃনাল বসুচৌধুরী, শ্রীমতি গীতা মুখার্জী, শ্রী গৌতম সাহা, অভিনব গুপ্ত , বিপ্লব মাঝি, ICHFR কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শ্রী সুরঞ্জন দাসগুপ্ত, অধ্যাপক শ্রী সঞ্জয় কুমার ঘোষ, চেয়ারম্যান ইন্দ্রজিৎ ব্যানার্জী, সহ সভাপতি শেখ আফসার আলী, সহ সম্পাদক অরিন্দম গোস্বামী, সুচেতা লাহিড়ী, রণজিৎ দাস, দিবাংশু ভট্টাচার্যী, শ্রী রবি গাঙ্গুলি, শ্রী সমীক চন্দ সহ, তানিয়া মন্ডল, সব্যসাচী মুখার্জী, পল্লব কাঞ্জিলাল, গৌতম চ্যাটার্জী প্রদীপ সাঁতরা প্রমুখ।
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন সাহিত্যে ISISAR INDIA র সভাপতি এবং IPPNO ও WCPA (USA) র সভাপতি ড. শান্তিনাথ চট্টোপাধ্যায়, নৃত্যে অধ্যাপক ড. মাধুরী মজুমদার, সংগীতে শ্রী কল্যাণ সেনবরাট, কবি মতিয়ারা মুক্তা (বাংলাদেশ), সাহিত্য সংগঠক কবি এমদাদুল হক নূর, সমাজ সেবী গৌতম সাহা, সমাজ সেবী শ্রী উত্তম শাস্ত্রী, কবি সুদীপ্ত চট্টোপাধ্যায়, চিত্র সাংবাদিক প্রদীপ সন্ত্রা, খেলোয়াড় অভিষেক গুপ্তা। সাহিত্য বিষয়ক সম্মাননা পেয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কৃতি সন্তান উপন্যাসিক ও কবি রাশেদ রেহমান। রাশেদ রেহমান বঙ্গভুমি সাহিত্য পর্ষদ এর সভাপতি, জাতীয় সামাজিক সংগঠন উন্নয়ন ধারার যুগ্ম সম্পাদক, এবং ক্যাপ্টেন সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।