কবিতা সাহিত্য

গৌতম অধিকারী’র তিনটি কবিতা

নরসুন্দা ডটকম   ডিসেম্বর ১৯, ২০১৮
কবি গৌতম অধিকারি’র কবিতা

মাটি ছেড়ে যায়
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

বিরল বাতাসে ভেসে যায় অনিকেত মেঘ
ভো-কাট্টা ঘুড়ির মতো ল‍্যাতপেতে উড়ান,
শেষে পড়ে থাকে ক্লান্ত বৃষ্টিছাট।
এবং পরম্পরাবাহিত অন্ধকারে
একক কান্নাজলে ভেসে যায় দেশ,
আমার স্বদেশ।

এইখানে আমার মা, মাটির আঁচলে
পৌষের সংক্রান্তি-সন্ধ‍্যায় এঁকে নিত লতা-আল্পনা।
কিংবা ঠাকুমার বড়ি দেওয়া হাতের গন্ধে
নাগরিক মেঘের মোহমুক্তি ঘটে যেত বারবার।
এইখানে গল্পের দেশ বয়সের ভার টেনে টেনে
ক্রমাগত ধানগোলার অহঙ্কারী স্বভাবে
কাছে ডেকে নিত ভুখা মানুষের মিছিলে।
এইখানে শিকড়ের কম্পনে
‘নটে গাছ’ বেঁচে থাকে চিরকাল।

তবু মূলাধারে জলহীন বাঁশঝাড়ের মতো অনাদরে
বেঁচে-বেড়ে চিনে নিতে পারি ঠিক আমার ঠিকানা।
মাটি তো চেনে না আমায়,
বারবার ছেড়ে যায় অলীক অভিমানে,
আর বেওয়ারিশ মেঘের মতো আমার আশ্রয়
ক্রমাগত লুঠ হয়ে যায়।।

একটি বসন্তদিন
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

বিষন্ন শীতঘুমে আমার প্রেমিক
শুয়ে থাকে এখন একা নিমগ্ন বিষাদে।
ঘাসের গালিচায় প্রাণের সবুজ উধাও নিমেষে,
হৃদয়ের কংক্রিট জেগে থাকে শুধু,
পুড়ে যায় সবুজ সর্বভুক আগুনে।

আগুন আগুন, আগুন জানে ঠিক দাহ‍্যের সীমানা।
আগুনের অধিকারে আজ জাগে না প্রমিথিউস,
ককেশীয় পাহাড় জুড়ে় শুধু
হৃদরক্তে প্লাবন তোলে আগ্রাসী ঈগল।
সভ‍্যতার সবকিছু স্বপ্ন জিম্মি রাখে অসভ্য জিউস।

বিষন্ন শীতপ্রহরে ঘুমোয় আমার স্বদেশ,
সময়ের হাঁটুভাঙা আত্মসমর্পণে
এখন ক্লান্ত বড়ো উজানী বাদাম-তোলা নাও,
পাংশু মুখে চেয়ে থাকে অপত‍্যের দায়।
তবুও নিরালম্ব মেঘে খুঁজে ফিরি জলের ইশারা।
প্রাণের সতেজ সবুজে হিমবেলাশেষে
আমার প্রেমিক আনবেই বসন্তদিন ঠিক।।

আকাল বোধন
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

এই তো এখানে শিউলি বিকেল সেদিন
লুটোপুটি খেয়ে চলে গেছে কতদূর,
স্বপ্নেরা সব নিয়মের বেড়ি ভেঙে
পথ হেঁটে চলে কোথা সে নিঝুমপুর।

এ কোন বোধন কান্নার মেঘে ঢাকা
সময়ের ছাপ রাখে কোন কামদুনি?
মৃত‍্যশিথানে বেহুলার চোখ ভাসে
ন‍্যাংটো ফকির একা গায় রামধুন-ই।

এখন সময় মজা-নদী শোক ভাঙে
অলস সকালে বোধনের নেই ডাক,
পিতৃপুরুষ অতৃপ্ত থাক বোধে
মানুষের দেশে মানুষীরা পুজো পাক।

গৌতম অধিকারী : কবি, লেখক ও সম্পাদক। কলকাতা, ভারত।।

আরো পড়ুন…

বিজয় দিবসের উপলব্ধি ও প্রার্থনা : তুষার গায়েন

এই ডিজিটাল দুষ্কর্মের বিরুদ্ধে ক্ষোভ ও একটি দাবি : হাসানুজ্জামান সাকী

About the author

নরসুন্দা ডটকম