অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ কবি সরমিন হক বীথির কিশোর কাব্যগ্রন্থ “পরির মেলায় বৃন্ত” প্রকাশিত হয়েছে আইডিয়া প্রকাশন থেকে। প্রচ্ছদ করেছেন প্রমোদ কুমার মহন্ত। কিশোর কাব্যগ্রন্থটির মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা ।
বাংলাদেশের উত্তরের জেলা খ্যাত লালমনিরহাট জেলার মেয়ে কবি সরমিন হক বীথি জেলার কালিগঞ্জ উপজেলার ভোটমারী উচ্চবিদ্যালয় থেকে ১৯৯০ সালে এস এস সি, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর থেকে ১৯৯২ সালে এইচ এস সি, সরকারি কারমাইকেল কলেজ থেকে ১৯৯৫ সালে বিএ (সম্মান) এবং ১৯৯৬ সালে বাংলা সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ তে কবির প্রথম কাব্যগ্রন্থ “স্বপ্নডানা” মেঘ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল।
উত্তর বঙ্গের কৃতি ফুটবলার, কালিগঞ্জ এসকে কলেজের প্রভাষক, যমুনা টেলিভিশন এর লালমনিরহাট জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা ও কবি সরমিন হক বীথি দম্পতির ঘরে নুরান আহনাফ বৃন্ত নামে তাদের এক পুত্র সন্তান রয়েছে।