কবিতা সাহিত্য

যৌথ কবিতা : শিরোনামহীন 

নরসুন্দা ডটকম   আগস্ট ২৭, ২০১৯

“শিরোনামহীন” 

আবুল ফজল মো. আহাদ ও মাহবুব হাসান

এভাবেই দেখা হয়

একদার শরীর পোড়া গন্ধ

ঘামে জবজবে ভেজা শার্ট

বৃষ্টির ছাঁটে শীতল আমেজ

সব নিয়েই কথা হয়,

কথা হয়- হাসিরা কোথায় মিলিয়ে

গেল

দুঃখের তেজ কেন ভোগায় না

এখন

স্বস্তি না খোঁজাই যেন চরম স্বস্তি!

এভাবেই দেখা হয়, এভাবেই হবে

কথা হবে পোড়া গন্ধ, ভেজা শার্ট

আর শরীরময় শীতলতা নিয়ে!

২৮/০৮/২০১৯

কবি আবুল ফজল মো. আহাদ ও কবি মাহাবুব হাসান

আরো পড়তে পারেন…..

কবি বিপ্লব জলদাস এর কবিতা “গোলকধাঁধা”

জয়া আপাদমস্তক একজন শিল্পী, যে তার শিল্পের কাছে সমর্পিত

About the author

নরসুন্দা ডটকম