দেশ-বিদেশ

শাখারভ পুরস্কার পেলেন চীনের কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষাবিদ

নরসুন্দা ডটকম   অক্টোবর ২৫, ২০১৯
শাখারভ
চীনের উইঘুর সম্প্রদায়ের কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ইলহাম তোহতিকে শাখারভ পুরস্কারে ভূষিত করেছে ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) স্বাধীন চিন্তার জন্য তোহাতিকে ২০১৯ সালের শাখারভ পুরস্কারের জন্য বেছে নিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইইউ তাকে পুরস্কৃত করার ঘোষণা দেয়।
সিনঝিয়াংয়ে উইঘুর মুসলিমদের স্বায়ত্ত্বশাসন নিয়ে কথা বলায় ২০১৪ সালে বিচ্ছিন্নতাবাদের অভিযোগে ৪৯ বছর বয়সী এ শিক্ষাবিদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় চীন। তোহতি বছরের পর বছর ধরে উইঘুর সম্প্রদায়ের ওপর চীন সরকারের কড়াকড়ির সমালোচনা করে এসেছেন।
বিবৃতিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি বলেছেন, তোহতির কণ্ঠে ধ্বনিত হয়েছে সম্প্রীতির সুর। তাঁকে এ পুরস্কার দিয়ে আমরা চীনা সরকারের কাছে তাঁকে মুক্তি দেওয়ার পাশাপাশি সে দেশের সংখ্যালঘুদের অধিকারকে সম্মান প্রদর্শনের জোরালো আহ্বান জানাচ্ছি। কিন্তু ইইউ এর এ পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আপনারা যে পুরস্কারের কথা বলছেন তা আমরা জানি না। আমরা যা জানি তা হচ্ছে, তোহতি একজন অপরাধী। তাকে চীনের আদালত আইনানুযায়ী সাজা দিয়েছেন।

আরো পড়তে পারেন…

শামসুর রাহমানের ৯১তম জন্মদিন উদযাপন

About the author

নরসুন্দা ডটকম