এক’শ শব্দের গল্প
মোমিনের মুসলমানি ।। হৃদয় সরকার
শফিকের মুসলমানি হইসে, দাদাজানের দেওয়া নতুন লুঙ্গি আঙ্গাইয়া ধইরা হাটে সে। বন্ধুগোর লগে খেলতে পারে না, বাড়িতেই থাকতে হয়। দাদাজান কয়, “দেখবি দুইদিন বাদে ঘোড়ার লাহান দৌড়াইতে পারবি।”
শফিকের ঘা শুকায়া গেছে, তবু তারে ঘরে থাকতে হয়। শুধু সে না, পাড়ার কেউ ঘর থাইকা বাইর হয় না। সারা দুনিয়া জুইড়া কি আজব এক রোগ আইছে, সবাই দরোজায় খিল দিয়া থাকে।
দাদাজানের মতে, “এইডা হইলো কেয়ামতের ইঙ্গিত। মোমিনরা, হাশরের লাগি প্রস্তুত হও।” “
“তাইলে বিজ্ঞানের কি হইবো?”- আমজাদ জিগায়।
দাদাজান হাইসা কয়, “আরে বেটা তগোর বিজ্ঞানই তো কইছিলো ১৯৯৯ সাল পর্যন্ত মেয়াদ আছে দুনিয়ার, বাকি ২১ বছর বোনাস পাইয়া গেলি।মোনাজাত ধর!”
আরও পড়তে পারেন…
পারিবারিক কবরস্থান ।। মাসুদুর ছোটন
তবুও জীবন ।। রাজেশ ধর

হৃদয় সরকার : রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কবি, গল্পকার, নাট্যকার ও শর্ট ফিল্ম নির্মাতা।