শত শব্দের গল্প সাহিত্য

কাচারি ঘর ।। বুলবুল আহম্মেদ

নরসুন্দা ডটকম   এপ্রিল ২২, ২০২০
কাচারি

এক’শ শব্দের গল্প:

কাচারি ঘর ।। বুলবুল আহম্মেদ

নিম্ন আয়ের মানুষ রুডি মিয়া। সরকারি খাস জমিতে ৩২ বছর ধরে আছে। সাত ডিক্রি এক দখল। তার জায়গা চৌহদ্দি করলে উত্তর পাশে কাচারি ঘর। ৩২ হাত সামনে থাকা কাচারি থেকে নামে-বেনামে কতজনের খাজনা-খারিজ হচ্ছে। হাজার চেষ্টা করেও জমির খারিজ পায়নি।

নদীর পাড় ঘেঁষে বাড়িতে স্ত্রী জরিমননেছা ও মেয়ে পঙ্খীকে নিয়ে সংসার। পঙ্খীর মাকে বলে- “আমি মরে গেলে কবর দিবা মালিকানা জায়গায়, যাতে মরার পরে সরকারি আমলারা তুলে না দেয়।”

হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। সবচেয়ে কাছের বন্ধু নুরু মিয়া খবর পেয়ে দেখতে আসে। সেই পড়াই শেষ পড়া সে বুঝতে পারেনি। কষ্টকাতর নুরু কবরের জায়গা দেয় । পঙ্খীর মা দুঃখের মাঝে একটু শান্তি পেল।

আরও পড়তে পারেন…

অভিলাষ ।। নাজিয়া বিনতে মুস্তাফিজ

করোনাকালে চৈত্রসংক্রান্তি ।। সানিয়া আফ্রিন

বুলবুল আহম্মেদ

বুলবুল আহম্মেদ : সাংস্কৃতিক কর্মী, ত্রিশাল, ময়মনসিংহ।

রিভার বাংলা ডট কম

রিভার বাংলা ডট কম । www.riverbangla.com

About the author

নরসুন্দা ডটকম