সোশ্যাল মিডিয়া

ভাবতে হবে শিক্ষা ব্যবস্থা নিয়ে : জাকির তালুকদার

নরসুন্দা ডটকম   অক্টোবর ১২, ২০১৭

ভাবতে হবে শিক্ষা ব্যবস্থা নিয়ে:

“জনসাধারণের অজ্ঞতাই সরকারের শক্তির ভিত্তি।”
লিখেছিলেন লেভ তলস্তয়
তিনি আরো লিখেছেন– ‘সরকার এটা জানে এবং এজন্য সরকার সব সময়েই প্রকৃত জ্ঞান বিস্তারের পথে প্রতিবন্ধকতা তৈরি করে রাখে। এ সত্য এখন আমাদের উপলব্ধি করতে হবে। সরকার কাজ করে চলছে জনসাধারণকে অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত রাখার জন্য। এ-অবস্থায় দেশে জ্ঞান বিস্তারের যে ভান সরকার করে চলেছে, কোনোক্রমেই তাকে চলতে দেওয়া যায় না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, একাডেমি, নানা ধরনের কমিটি ও কংগ্রেসের (সংসদ) ছদ্মাবরণে জনসাধারণকে অজ্ঞতার অন্ধকারে ডুবিয়ে রাখার কাজই করছে। ভালো তখনই ভালো যখন তা প্রকৃতপক্ষেই ভালো। এবং জ্ঞান তখনই জ্ঞান যখন তা প্রকৃতপক্ষেই জ্ঞান। ডেলিনানোফ (মন্ত্রী) কিংবা ডুরোমোভোর (মন্ত্রী) নির্দেশ অনুযায়ী যা করা হয়, জনগণের জন্য তা কল্যাণকর নয়, এবং দেশের শিক্ষার জন্যও তা সহায়ক নয়।’
…………………………………………………………………………………..
মনে হবে এখনকার বাংলাদেশ নিয়েই কথাগুলো বলছেন তলস্তয়। আমাদের শিক্ষাব্যবস্থা কয়েকজন তথাকথিত শিক্ষাবিদ, আমলা এবং পরামর্শকের কুক্ষিগত রয়ে গেছে আজ পর্যন্ত। তারা বিদেশ ঘুরে এসে একটা করে পদ্ধতি তৈরি করেন, আর গিনিপিগ বানান আমাদের সন্তানদের।
অবসান ঘটাতে হবে এই অপ-ব্যবস্থার।

নোট: লেখকের ফেসবুক পেজ থেকে ।

About the author

নরসুন্দা ডটকম