ঢাকার পাঁচ তারকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হোটেলটি ‘পাবলিক রিলেশনস ম্যানেজার’ পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম : পাবলিক রিলেশনস ম্যানেজার
যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা মিডিয়া বা মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : আবেদনপত্র এবং জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট,প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫’। অথবা careers.ppdac@panpacific.com ই-মেইলে আবেদন করা যাবে।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।